সোম. ডিসে ২৩, ২০২৪

ময়ূরাক্ষী: এক প্রতারকের প্রতি সহানুভূতি জাগানোর গল্প

২০২১ সালে তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘পদ্মপুরাণ’ ছবির পরিচালক রশিদ পলাশের দ্বিতীয় ছবি ‘ময়ূরাক্ষী’। প্রেম ও প্রতারণার গল্প বলা হলেও মূলত বিমান ছিনতাইয়ের মতো চেনা এক গল্পের ‘অচেনা’ নির্মাণের ছবি ‘ময়ূরাক্ষী’। ‘অচেনা’ এই অর্থে যে ‘পদ্মপুরাণ’ ছবির রশিদ পলাশকে এবার খানিকটা খুঁজে না পাওয়ারও ছবি ‘ময়ূরাক্ষী’! মাদ্রাসায় পড়াকালীন সময় থেকে নেশাসক্ত এবং প্রতারক এক যুবকের গল্প হলেও সিনেমার পোস্টারের শ্লোগান, ‘বেইমান পাখির গল্প’ (?) ভিত্তিক ছবি ‘ময়ূরাক্ষী’। আদম ব্যবসার ফাঁদে ফেলে শত শত মানুষকে পথে বসানোর গল্প শেষে সেই প্রতারকের জন্য আবার সহানুভূতি আদায়ের চেষ্টার গল্প ‘ময়ূরাক্ষী’।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিমান বহরের এক বিমান ময়ূরপঙ্খী। যেটি ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে ছিনতাইয়ের কবলে পড়েছিল, সে কাহিনি প্রায় সবার জানা। সেই বিমান ছিনতাইয়ের চেষ্টা সারাদেশে আলোচনার  জন্ম দেয়। বিশেষ অভিযানে পলাশ নামের সেই ছিনতাইকারী নিহত হন। পরে পুলিশ-পত্রিকা-টেলিভিশন সূত্রে জানা যায় বিদেশ ফেরত পলাশের বাড়ি নারায়ণগঞ্জ এবং সে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলার সাবেক প্রেমিক ও স্বামী। প্রথম বিয়ের ঘটনা লুকিয়ে শিমলাকে বিয়ে করেছিল বলে শিমলা তাকে ডিভোর্স দেন এবং আর কখনও পলাশের ফোন ধরেননি। বিমান ছিনতাইয়ের পর পলাশ শুধু নাকি শিমলার সাথে কথা বলতে চেয়েছিলেন। সেসব ২০১৮-১৯ এর ঘটনা।

এই ধরনের আরও খবর