সোম. ডিসে ২৩, ২০২৪

আধা ঘণ্টার বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া শহরে জলাবদ্ধতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় আধা ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ বুধবার দুপুরের এ বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তার কোথাও গোড়ালিসমান, কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে। এভাবে হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ।

দুপুরে শহর ঘুরে দেখা গেছে, শহরের কাউতলী জেলা পরিষদের ডাকবাংলোর প্রধান ফটকের সামনের সড়ক, রেলগেট–সংলগ্ন জেলা পরিষদ মার্কেট, কালীবাড়ি মোড়, টিএ রোড, কুমারশীল মোড়, পুরাতন জেল রোডের ট্যাংকের পাড়, হালদার পাড়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনের এলাকা, মুন্সেফপাড়া, ফুলবাড়িয়া, মধ্য মেড্ডা, কাজীপাড়া, সরকার পাড়াসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নালার ময়লা মিশে বৃষ্টির পানি নোংরা হয়ে আছে। এ অস্বাস্থ্যকর পানির ওপর দিয়ে মানুষকে রাস্তা পার হতে দেখা গেছে।

এই ধরনের আরও খবর